যুক্তরাষ্ট্র থেকে টানা তিন মাসে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশটি।
গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের রেমিট্যান্স সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা গেছে, ওই তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এ তালিকায় শীর্ষ থেকে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে তিন মাসে ৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এরপরে রয়েছে যথাক্রমে- সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স আসে ২৯ কোটি ৩৪ লাখ ডলার। পরের মাস সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৯ কোটি ডলার। নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৫১ কোটি ১৯ লাখ ডলারে।