হোটেল সায়মন বিচ রিসোর্ট এর চুক্তি স্বাক্ষর

0

 সিটিনিউজবিডি :   সম্প্রতি কক্সবাজারের অন্যতম পাঁচ তারকা হোটেল সায়মন বিচ রিসোর্ট এইচ এস বি সি, বাংলাদেশ এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সায়মন বিচ রিসোর্ট এর ম্যানেজিং ডিরেক্টর মাহবুব রহমান (ডানে) এবং এইচ এস বি সি, বাংলাদেশ এর হেড অফ কাস্টমার ভ্যালু, ফাইযুর রহমান (বামে) এইচ এস বি সির প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী এইচ এস বি সির গ্রাহকেরা এই একমাত্র আধুনিক মানের ৫ তারকা হোটেলের বিভিন্ন সেবার উপর বছর ব্যাপী আকর্ষণীয় ছাড় উপভোগ করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.